সবার খবর, স্পোর্টস ডেস্ক: গত রাতে মেসির বার্সিলোনার সাথে মুখোমুখি হয়েছিল লেভান্তে। যদিও বার্সিলোনার কাছে খুব প্রতিদ্বন্ধিতার মত টিম ছিলো না লেভান্তে। কারন লেভান্তে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে অবস্থান করছে। তবুও এই ম্যাচটি গুরুত্বপুর্ণ হয়ে মেসির গোলের জন্য। ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রথম মেসি ম্যাজিক দেখতে পাওয়া যায়। ফলে বার্সিলোনা ১-০ গোলে এগিয়ে যায়। এর ফলে লা-লিগাতে এই বছর তার ১৬ নম্বর গোল হয়ে গেল। আর বার্সার হয়ে এটি ৩৬৫ নম্বর গোল। যা একটি রেকর্ড ইউরোপের পাঁচটি বড়ো লিগে। কারন এর আগে বায়ার্নের হয়ে ৩৬৫ গোল করেছিলেন মুলার। ফলে মেসি, মুলারকে ছুঁয়ে ফেললেন। এদিনের ম্যাচে ৩-০ গোলে জয় পায় স্পেনের ক্লাব বার্সিলোনা। অপর দুটি গোল পাওলিনহো ও সুয়ারেজ।
আরও পড়ুন: ছয় ম্যাচে ১০৬৪ রান করে রেকর্ডের পথে এই ভারতীয়
Check Also
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।ওশেনিয়া অঞ্চলে …