সবার খবর স্পোর্টস ডেস্ক: ATK ফুটবল টিমের হতশ্রী পারফরমেন্সের পর সোস্যাল মিডিয়াতে বেশ সমালোচনার ঝড় উঠেছে। যখন অন্য দলগুলি তাদের পারফরমেন্স স্কেল ঠিক রেখে এগিয়ে যাচ্ছে, তখন গতবারের আইএসএল চ্যাম্পিয়ন জয়ীরা ১৩ ম্যাচে মাত্র ৩টি ম্যাচ জিতে লীগ টেবিলে অষ্টম স্থানে অবস্থান করছেন। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ATK ফুটবল ক্লাব মাঠে কোনো প্রতিদ্বন্দীতা-ই গড়ে তুলতে পারলনা। এমন বিশ্রী ফুটবল খেলার জন্যে সোস্যাল মিডিয়াতে মজা করে কেউ কেউ টিপ্পনি দিতে শুরু করেছেন ATK-কে। একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি সুন্দরী মহিলা ফুটবল নিয়ে বিভিন্ন স্কিল প্রদর্শন করছেন। কেউ কেউ ভিডিওটি পোস্ট করে বলছেন, এই ধরনের একটি ফুটবলার যদি ATK দলে থাকতো! আবার কেউ মজা করেও লিখেছেন, এই মহিলার ফুটবল স্কিল নাকি ATK-এর ফুটবলারদের চাইতেও দৃষ্টি-নন্দন।
ভিডিও আপনিও শেয়ার করুন…
আরও পড়ুন: বাহুবলি ছবির নায়িকা তামান্না ভাটিয়াকে জুতো মারলেন কেন ?
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …