সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা থেকে আজ সকালেই উড়ে গেছিলো ইউএস বাংলার বিমানটি। সম্ভবত ল্যান্ডিং-এর প্রাক মুহুর্তে এটি ভেঙে পড়ে নেপালের কাটমানডু আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে। ইউএস বাংলার বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছেড়ে যায়। ইউএস বাংলার কর্মকর্তারা জানাচ্ছেন বিমানটিতে ৬৭ জন যাত্রী ছিল। এখনও পর্যন্ত কোনো হতা হতের খবর তারা দিতে পারেনি।
त्रिभुवन विमानस्थलमा दुर्घटनाग्रस्त जहाज पुरै जल्यो, १४ यात्रुको उद्दार https://t.co/qJFelfVn1h via @Annapurna_Post pic.twitter.com/FOqTKn4MSC
— Annapurna Post (@Annapurna_Post) March 12, 2018
আরও পড়ুন: iPhone লক হয়ে গেল বাচ্চার ভুলে ৪৭ বছরের জন্য!