সবার খবর: বাংলাদেশের প্রধানমন্ত্রীদের নামের তালিকা সকলের সুবিদার্থে উল্লেখ করা হলো। বাংলাদেশের রাজনৈতীক ইতিহাস খুব বেশি দিনের নয় কিন্তু এই সময়ের মধ্যেই অনেক প্রধানমন্তীদের দেখে ফেলেছে বাংলাদেশ। সাথে রাজনৈতিক অস্থিরতাও। বাংলাদেশে ২০০৯ সাধারণ জাতীয় নির্বাচনের আগে নির্বাচিত সরকারের মেয়াদ উত্তীর্ণ হলে স্বতন্ত্র কোনো ব্যক্তি দায়িত্ব নিতেন। এই স্বতন্ত্র ব্যক্তির অধিনেই বাংলাদেশের জণগন ভোটের মাধ্যমে নির্বাচিত করতেন তাদের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীদের নামের তালিকা -এর সঙ্গে স্বতন্ত্র ব্যক্তিদেরও নামও এখানে উল্লেখ করা হলো।
বাংলাদেশের প্রধানমন্ত্রীদের নামের তালিকা
নাম | সময় কাল ও কর্ম দিবস | পার্টি |
---|---|---|
তাজুদ্দিন আহম্মেদ | ১১ এপ্রিল,১৯৭১-১২ জানুয়ারি, ১৯৭২ [২৭৬ দিন] | বাংলাদেশ আওয়ামী লীগ |
শেখ মুজিবর রহমান | ১২ জানুয়ারি, ১৯৭২-২৫ জানুয়ারি, ১৯৭৫ [৩ বছর,১৩ দিন] | বাংলাদেশ আওয়ামী লীগ |
মুহাম্মদ মনসুর আলী | ২৩ জানুয়ারি, ১৯৭৫-১৫ আগস্ট ১৯৭৫ [২০৩দিন] | বাকশাল |
মশিউর রহমান | ২৯ জুন, ১৯৭৮-১২ মার্চ, ১৯৭৯ [২৫৮ দিন] | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
শাহ আজিজুর রহমান | ১৫ এপ্রিল, ১৯৭৯-২৪ মার্চ, ১৯৮২ [২ বছর ৩৪৪ দিন] | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
আতাউর রহমান খান | ৩০ মার্চ, ১৯৮৪-৯ জুলাই, ১৯৮৬ [২ বছর, ১০০ দিন] | জাতীয় পার্টি |
মিজানুর রহমান চৌধুরী | ৯ জুলাই, ১৯৮৬-২৭ মার্চ ১৯৮৮ [১ বছর, ২৬১ দিন] | জাতীয় পার্টি |
মওদুদ আহমেদ | ২৭ মার্চ, ১৯৮৮-১২ আগস্ট, ১৯৮৯ [১ বছর ১৩৭ দিন] | জাতীয় পার্টি |
কাজী জাফর আহমেদ | ১২ আগস্ট, ১৯৮৯-৬ ডিসেম্বর, ১৯৯০ [১ বছর ১১৫ দিন] | জাতীয় পার্টি |
খালেদা জিয়া | ২০ মার্চ, ১৯৯১-৩০ মার্চ, ১৯৯৬ [৫ বছর ১০ দিন] | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
মুহাম্মদ হাবিবুর রহমান | ৩০ মার্চ, ১৯৯৬-২৩ জুন ১৯৯৬ [৮৫ দিন] | স্বতন্ত্র |
শেখ হাসিনা | ২৩ জুন, ১৯৯৬-১৫ জুলাই, ২০০১ [৫ বছর, ২২ দিন] | বাংলাদেশ আওয়ামী লীগ |
লতিফুর রহমান | ১৫ জুলাই, ২০০১-১০ অক্টোবর, ২০০১ [৮৭ দিন] | স্বতন্ত্র |
খালেদা জিয়া | ১০ অক্টোবর, ২০০১-২৯ অক্টোবর, ২০০৬ [৫ বছর ১৯ দিন] | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
ইয়াজউদ্দিন আহম্মেদ | ২৯ অক্টোবর, ২০০৬-১১ জানুয়ারি, ২০০৭ [৭৪ দিন] | স্বতন্ত্র |
ফজলুল হক | ১১ জানুয়ারি, ২০০৭-১২ জানুয়ারি, ২০০৭ [১ দিন] | স্বতন্ত্র |
ফখরুদ্দীন আহমদ | ১২ জানুয়ারি, ২০০৭-৬ জানুয়ারি, ২০০৯ [১ বছর, ৩৫৯ দিন] | স্বতন্ত্র |
শেখ হাসিনা | ৬ জানুয়ারি ২০০৯-বর্তমান | বাংলাদেশ আওয়ামী লীগ |
আরও দেখুন: ভারতের মন্ত্রীদের নামের তালিকা 2018