আপনারা হয়তো রেসিং বাইকের গতিবেগ সবচাইতে বেশি বলে জানেন কিন্তু এই বাইকটি সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন । চলুন এই বাইকটির কিছু আশ্চর্য ফিচার্স জেনে নিই ।

বাইকটি ১ ঘন্টায় ৬৭২ কিমি গতিবেগে ছুটতে পারে ! কি চমকে গেলেন এখানেই শেষ নয় । যেমন গতিবেগ তেমনই গাটের কড়িও গুনতে হবে আপনাকে । বাইকটির বর্তমান বাজার মূল্য প্রা্য় ৩৫ কোটি টাকা । Dodge Tomahawk সবচাইতে দামি বাইকের একটি ।

এর ডিজাইন অন্যান্য ব্রান্ডের থেকে সম্পূর্ণই আলাদা । বাইকটিতে ৮.৩ লিটার ভি-১০ এসআরটি ভাইপার ইঞ্জিন বর্তমান যা ৫০০ এইচপি-এর থেকে বেশি শক্তি তৈরি করতে সক্ষম । এই সুপার বাইকটি ৭১২ এনএম টার্ক জেনেরেট করে । ০-৬০ কিমি গতিবেগে প্রাপ্ত হতে সময় লাগে ১.৫ সেকেন্ড ।
Dodge Tomahawk সুপার বাইকটি ২০০৩ সালে আমেরিকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অটোশোতে দেখানো হয়েছিলো । এর স্পীড দেখে বাইকপ্রেমীরা খুব আকর্ষিত হয়েছিলো । চাইলেই আপনি কিনতে পারবেন না কারন এই বাইকটি বিশ্বের মাত্র ৯ জনের কাছে ।
আরও পড়ুন : উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি ভয়ানক:ইউএন