সবার খবর, হেল্থ ডেস্ক: আপনারা অবশ্যই বাদামের গুণাবলী সম্পর্কে শুনেছেন। বাদামে প্রচুর প্রচুর পরিমাণে পুষ্টি ও ভিটামিন থাকে। সকাল বেলায় বাদাম খালি পেটে খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই স্বাস্থ্যের উন্নতির জন্য বাদাম খাচ্ছেন, কিন্তু অনেকেই এটি নিয়মিত খেতে পছন্দ করেন। বাদাম হয়ত রোজ খান কিন্তু বাদামের যে ঔষধি বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে জেনে নিন। আজ খালি পেটে বাদাম খেলে কি উপকার হতে পারে সে বিষয়ে জানতে চলেছেন।
১. আপনাদের দাঁত এবং হাড় দুর্বল হলে, আপনারা দৈনিক বাদাম খেতে পারেন। কারণ বাদামে ক্যালসিয়াম পাওয়া যায় যা হাড়কে শক্তিশালী করে।
২. যদি আপনার শারীরিক দুর্বলতা থাকে অথবা আপনারা ভিতরে থেকে দুর্বলতা অনুভব করেন, তাহলে রাতে 2 টি বাদাম জলে ভিজিয়ে রেখে দিন। সকাল বেলায় ফ্রেশ হওয়ার পর বাদামের ছিলকা তুলে এক গ্লাস দুধের সাথে সেবন করুন। একমাস নিয়মিত এভাবে বাদাম খেলে আপনারা দুর্বলতা দেহ থেকে হারিয়ে যাবে।
৩. আপনি বা আপনার সন্তান মানসিক ভাবে দুর্বল হন। বা ভুলে যাওয়ার প্রবনতা থাকে। তবে বাদাম খেলে হাতে নাতে উপকার পেতে পারেন। রাতে এক গ্লাস জলে ৫ টি বাদাম ভিজিয়ে রাখুন এবং সকাল বেলায় ঘুম থেকে উঠে খেয়ে নিন। উপকার হবেই।
বাদামের গুণাবলী প্রচুর যা আপনার দেহে ভরপুর পুষ্টি যোগাতে সক্ষম।
আরও পড়ুন: রসুনের মধ্যে লুকিয়া আছে সুস্থ থাকার চাবি-কাঠি ।