সবার খবর,ওয়েব ডেস্ক: বিদেশ যাওয়ার স্বপ্ন আমরা আমদের মনে সব সময় গেঁথে রাখি। আমাদের আরাম আয়েশের জন্যে যে টাকার প্রয়োজন তা তো আমাদের এখানে থেকে আয় করা সম্ভব নয়। খুব কম মানুষই আছে যারা এই দেশে থেকে অনেক টাকা ইনকাম করেছে। তাই মনেকরি, যদি বিদেশে গেলে ভাগ্যের সিঁকে ছিড়ে। ভালো কোনো এজেন্টের হাতে পড়েন তবে আপনার ভাগ্য খুবই ভালো আর যদি খারাপ এজেন্টের হাতে পড়ে যান তাহলে সারা জীবন পস্তাতে হবে আপনাকে এবং আপনার পরিবারকে। আসলে আমাদের জ্ঞান আমাদের বিপদের কারণ বলতে পারেন।
আমরা না বুজেই মানুষের হাতে টাকা তুলে দিই আমেরিকা, কানাডা বা ইউরোপের নানা দেশে যাওয়ার স্বপ্নে। একটা বারও ভাবিনা ওই এজেন্টের লিগ্যাল ডকুমেন্টস কিছু আছে কি না? আমরা বিদেশ যাওয়ার আশায় এজেন্টদের হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিতেও দ্বিধা বোধ করিনা আমেরিকা, লন্ডন, কানাডা এবং ইউরোপের নানান দেশের ভিসা পাওয়ার জন্যে। চলুন আজ এই ভিডিওটি দেখে শেখার চেষ্টা করি সঠিক কি কি পদ্ধতি আছে বিদেশে কাজ করতে যাওয়ার।
Read More: এই ভারতীয় মালিক হলেন একটি আফ্রিকান দেশের!
Check Also
ভালো কাজ করলেই মিলবে খাবার, লাগবে না কোন টাকা
ভালো কাজ করলেই মিলবে খাবার, লাগবে না কোন টাকা কথাটা শুনতে অবাক করার মতো হলেও …