সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০১৮ শেষ হতে না হতেই কিংস ইলেভেন পাঞ্জাবের এক প্লেয়ারের বিয়ের ছবি শোস্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে। তিনি হচ্ছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়াল। মায়াঙ্ক তার প্রেমিকা অশিতা শূদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দুজনের এনগেজমেন্ট সম্পন্ন হয় এবছরের জানুয়ারি মাসেই।
মায়াঙ্ক অশিতাকে খুব রোমান্টিক ভাবে প্রপোজ করেছিলেন বিয়ের জন্য। এই দুজনে প্রায় সাত বছর থেকে গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন।
প্রীতি জিন্টার দলের এই ব্যাটসম্যান নিউ ইয়ারের দিনকেই বেছে নিয়েছিলেন অশিতাকে বিয়ের প্রপোজ করার জন্য। তিনি হঠাৎ লন্ডনে পৌছে অশিতাকে সারপ্রাইজ দিয়েছিলেন। এবং তারপরই বিয়ের প্রপোজ করে বসলেন মায়াঙ্ক আগারওয়াল অশিতাকে। অশিতা না করতে পরেননি। ফলে নির্ধারিত দিনেই দুজনের বিয়ে সম্পন্ন হলো।
কে এল রাহুল এবং মায়াঙ্ক ক্লোজ ফ্রেন্ড। রাহুল মায়াঙ্ক আগারওয়ালের বিয়ের ছবি শোস্যাল মিডিয়াতে প্রথম শেয়ার করেন। দুজনেই প্রীতি জিন্টার দলের হয়ে খেলেন।
Read More: আইপিএলের আকর্ষনীয় গাড়িটি কে উপহার পেলেন
Check Also
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।ওশেনিয়া অঞ্চলে …