ছাত্রদের প্রতি কর্তব্য একেই বলে। এলাহাবাদ ইউনিভার্সিটির শ্যামা প্রসাদ মুখার্জী ডিগ্রী কলেজের ঘটনা । তখন ভর দুপুর ছাত্র-ছাত্রীরা ক্লাসের বাইরে । এমন সময় ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয় । ছাত্র-ছাত্রীরা চিৎকার শুরু করে দেয় এবং পালাতে থাকে । এক বিশাল বড়ো অজগর যে ক্যাম্পাসে ঢুকে পড়েছে ।
সাপ ধরার দায়িত্ব দেওয়া হলো প্রফেসার এনবি সিং-কে । সে সঙ্গে সঙ্গে সাপ ধরার জন্যে বেরিয়ে পড়ে। অনেক কষ্টের পর ১২ ফুট লম্বা এবং ৪০ কেজি ওজনের সাপটিকে নিজের আয়ত্বে আনেন ।
প্রফেসার জানান এতো বড়ো অজগর ধরতে সত্যি কথা বলতে কি আমার খুব বেগ পেতে হয়েছিলো । আজগর সাধারণত জঙ্গলের বাইরে খাবারের খোজে বেরিয়ে পড়ে ।
পরে অজগরটি সুস্থ অবস্থায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয় ।
আরও পড়ুন: আখের গুড়ের উপকারিতা সম্পর্কে জানতেই হবে সকলকে