সবার খবর স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট টিম আফ্রিকাতে পা দিতে না দিতেই শুরু হয়ে গেল দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত শব্দবাণ। বোঝাই যাচ্ছে কেউ কাউকে মাঠে এক ইঞ্চিও ফাঁকা জমি ছেড়ে কথা বলবেনা। এমন ঘটনা নতুন নয়, দুই শক্তিশালী দল একে অপরের মুখোমুখি হওয়ার আগেই, শুরু হয়ে যায় মানসিকতার পরীক্ষা । তার ফলে একে অপরের বিরুদ্ধে বাক্য বিনিময়ও স্বাভাবিক একটি ঘটনা।
এর আগে দেখা গেছে, কোনো প্রতিপক্ষ ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে কিছু বললে ক্রিকেটাররা প্রত্ত্যুতর দিতেন না । কিন্তু সময় পাল্টেছে, দিনে দিনে ভারতীয় ক্রিকেট টিম শক্তিশালি হয়েছে। আর ইটের বদলে পাটকেল ছুঁড়তেও শিখে গেছে টিম ইন্ডিয়ার সদস্যরা।
তারই প্রতিফলন দেখা যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজ শুরুর আগেই।
অনেকদিন পর ক্রিকেটে ফিরে আসছেন দক্ষিণ আফ্রিকা দলের ফাস্ট বোলার ডেইল স্টেইন। আর ফিরে এসেই ভারতকে হোয়াইট ওয়াশ করার হুমকি দিলেন তিনি। অপরদিকে ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ সামিও ছাড়বার পাত্র নন। তিনি বলেছেন, ‘আমারা কাউকে দেখে ভয় করি না । যেকোনো মুহুর্তে জ্বলে উঠতে পারি । তার প্রমাণ আমরা বিগত দিনে রেখেছি। এই সিরিজেও আমরা দাগ রেখে যাব’।
এখন দেখার বিষয়, খেলার মাঠের খেলা কেমন জমে । সেই দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা ।
আরও পড়ুন: ক্যাপ্টেন রোহিত সেরা সিমীত ওভারে বিরাট টেস্টে: নির্বাচক
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …