সবার খবর, স্পোর্টস ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ডেয়ার ডেভিলস-এর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম ম্যাচটি হতে চলেছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইয়ে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের আইপিএল পরিসংখ্যান:
মোট ম্যাচ-৫৮
প্রথম ব্যাটিং করে জয়-২৯
প্রথম বোলিং করে জয়-২৯
গড় প্রথম ইনিংস স্কোর-১৬৩
গড় দ্বিতীয় ইনিংস স্কোর-১৫১
সর্বোচ্চ দলীয় রান- ২৩৫/১ (২০ Ov) RCB VS MI
সর্বনিম্ন দলীয় রান-৬৭/১০(১৫.২ Ov) KKR Vs MI
টিম নিউজ: গত ম্যাচে হারদিক পান্ডিয়া খেলেনি এ্যাঙ্কেল ইনজুরির কারনে। যদি এই ম্যাচে হারদিক খেলে তবে বেন কাটিংয়ের যায়গায়। ফলে প্রদীপ সংওয়ানের যায়গায় মিচেল ম্যাকলেনাঘান খেলতে পারে। দিল্লির টিমের কোনো পরিবর্তন হবে না বলেই আসা করা যায়।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভব্য একাদশ: রহিত শর্মা (c), এভিন লিউস, ঈশান কিশান (Wk), সুরিয়া কুমার যাদব, হারদিক পান্ডিয়া/ বেন কাটিং, ক্রুনাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাক্লেনাঘান/ প্রদীপ সাংওয়ান, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ।
দিল্লি ডেয়ারডেভিলসের সম্ভব্য একাদশ: গৌতম গাম্ভীর (c), কলিন মুনরো, শ্রেয়াস আয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, রিষভ পান্ত (Wk), ক্রীশ মরিশ, বিজয় সঙ্কর, রাহুল তেওয়াটিয়া, শাহবাজ নাদিম, মোহাম্মদ শামি, ট্রেন্ট বোল্ট।
যারা ম্যাচে মুখ্য ভুমিকা রাখতে পারে:
১. গৌতম গাম্ভীর২
২. কলিন মুনরো
৩. গ্লান ম্যাক্সওয়েল
৪. ক্রুনাল পান্ডিয়া
৫. হারদিক পান্ডিয়া
দিল্লি ও মুম্বাই-এর আইপিএল ইতিহাস:
মোট ম্যাচ-২০
হায়দ্রাবাদের জয়-১১
মুম্বাইয়ের জয়-৯
দিল্লি ও মুম্বাই-এর আইপিএল ইতিহাস ওয়াংখেড়ে স্টেডিয়ামে:
মোট ম্যাচ-৬
হায়দ্রাবাদের জয়-৫
মুম্বাইয়ের জয়-১
আজকের ম্যাচটি মুম্বাইয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগের দুটি ম্যাচে তারা জয় পায়নি।
আরও দেখুন: ঘরের মাঠে ম্যাচ বলে এগিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …