সবার খবর, স্পোর্টস ডেস্ক: আজ গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থইস্টের মুখোমুখি হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তা্রই আগে এটিকের স্ট্রাইকার জেকুইনাহ বললেন, এটিকে বড়ো দল। তাই আমরা যখনই মাঠে নামি জেতার জন্যে নামি। খেলার মাঠে কোনো টিমকে ছেড়ে কথা বলার পাত্র আমরা নই। তিনি আরও বলেন, আমি সব সময়ই আক্রমণাত্মক খেলা পছন্দ করি।
জেকুইনাহ ভারতীয় ফুটবল সম্পর্কে অত্যান্ত আশাবাদী। সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, আমি অন্য দলের ভারতীয় ফুটবলারদের কথা তেমন ভাবে বলতে পারবো না। কিন্তু আমার দলের বিপীন, জয়েস এরা প্রত্যেকেই ভালো ফুটবলার।
আরও পড়ুন: অভিনেতা রণবীর সিং এবার ফুটবলে
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …