সবার খবর, স্পোর্টস ডেস্ক: ভারতে ক্রিকেট শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। ভারত এমন একটা দেশ ছিল যেখানে বিদেশি ক্রিকেটাররা খেলতে আসতে খুব একটা পছন্দ করতেন না, যদিও এখন সেদিন আর নেই এখন ভারতে খেলার জন্যে সব দেশ-ই উদগ্রীব হয়ে থাকে। কিছু বিদেশি ক্রিকেটার ভারতকে এত ভালোবেসে ফেলেছে যে, তারা এখানেই বিয়ে পর্যন্ত করে ফেলেছে।
শোয়েব মালিক: পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ভারতের টেনিশ সুন্দরি সানিয়া মির্জাকে ১২ এপ্রিল, ২০১০ সালে বিয়ে করেন। তারা এখন দুবাইয়ে থাকেন।
মোহাসিন খান: পাকিস্তানি ক্রিকেটার মহাসিন খান বলিউড অভিনেত্রী রীণা রায়কে খুব ভালোবাসতেন। দুজনে একে অপরকে অনেক দিন ডেট করার পর বিয়ে করেন।
শন টেট: অস্ট্রেলিয়ান বিধ্বংশি ফাস্ট বোলার ভারতের সুপার মডেল মাশুম সিংঘাকে বিয়ে করেন। এই মডেল ‘মিস আর্থ ইন্ডিয়া ২০০১’ খেতাব জিতেছিলেন। ২০১৪ সালে বিয়ের বন্ধনে বাঁধার আগে প্রায় চার বছর একে অপরকে ডেট করেন।
মুথাইয়া মুরালিধরণ: শ্রীলঙ্কা তথা বিশ্বের বিখ্যাত অফস্পিনার মুথাইয়া মুরালিধরন তামিলনাড়ুর এক মহিলাকে বিয়ে করেন। ২০০৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
গ্লেন টার্নার: নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্লেন টার্নার ১৯৭৩ সালে সুখবিন্দর কৌর গিলকে বিয়ে করেন। পরবর্তীতে এক দশকেরও বেশি সময় ধরে ডুয়েইনডিনের মেয়র ছিলেন সুখি টার্নার ছিলেন।
Read More: আইপিএল প্লেঅফে কে কার বিরুদ্ধে খেলবে এক নজরে দেখে নিন
Check Also
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।ওশেনিয়া অঞ্চলে …