Home / জানা অজানা / রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষ সবচেয়ে বেশি ?

রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষ সবচেয়ে বেশি ?

সবার খবর, ওয়েব ডেস্ক: আমাদের মনে অনেক সময় রক্ত নিয়ে নানা প্রশ্ন জাগে, তার মধ্যে একটি প্রশ্ন রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? ১৯০০ সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম বারের মতো রক্তের তিনটি গ্রুপ আবিষ্কার করেন। তিনি ‘ও’, ‘এ’ এবং ‘বি’ রক্তের গ্রুপগুলি আবিষ্কার করেন। লক্ষ্য করলে দেখা যায় সারা বিশ্বে ও+, এ+ এবং বি+ গ্রুপের রক্ত মানুষের দেহে বেশি দেখা যায়। আবার সব থেকে কম দেখা যায় নেগেটিভ রক্তের গ্রুপগুলি। ফলে আমাদেরকে নানান সময় নেগেটিভ রক্তেরগুলি খুঁজতে গিয়ে সমস্যায় পড়তে হয়।

কার্ল ল্যান্ডস্টেইনার
কার্ল ল্যান্ডস্টেইনার
রক্তের গ্রুপ কয়টি: মানুষ যেমন বিচিত্র প্রকৃতির তেমনই মানুষের রক্তের গ্রুপও বিভক্ত হয়ে গেছে কয়েকটি ভাগে। সাধারণত রক্তের গ্রুপ আট প্রকারের হয়ে থাকে। রক্তের গ্রুপগুলি হলো- ১. এ পজেতিভ (A+), ২. এ নেগেটিভ (A-), ৩. বি পজেটিভ (B+), ৪. বি নেগেটিভ (B-), ৫. ও পজেটিভ (0+), ৬. ও নেগেটিভ (0-), ৭. এবি পজেটিভ (AB+), ৮. এবি নেগেটিভ (AB-)।

পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষ সবচেয়ে বেশি : একটি পরিসংখ্যানে দেখা গেছে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রক্তের গ্রুপের মানুষ দেখা যায়। তবে এখানে পরিসংখ্যান মতে বলতেই হয় পজেটিভ রক্তের গ্রুপের সংখ্যাই বেশি। নিম্নে কয়েকটি দেশের রক্তের গ্রুপের মানুষের একটি পরিসংখ্যান তুলে ধরা হলো:

দেশ ও+ এ+ বি+ এবি+ ও- এ- বি- এবি-
ভারত ২৭.৮৫% ২০.৮% ৩৮.১৪% ৮.৯৩% ১.৪৩% ০.৫৭% ১.৭৯% ০.৪৯%
বাংলাদেশ ৩১.১৮% ২১.৪৪% ৩৪.৫৮% ৮.৮৫% ১.৩৯% ০.৯৬% ০.৯৬% ০.৪৬%
আমেরিকা ৩৭.৪% ৩৫.৭% ৮.৫% ৩.৪% ৬.৬% ৬.৩% ১.৫% ০.৬%
চীন ৪৭.৭% ২৭.৮% ১৮.৯% ৫.৫% ০.২৮% ০.১৯% ০.১% ০.০৩%
দক্ষিণ আফ্রিকা ৩৯% ৩২% ১২% ৩% ৬% ৫% ২% ১%
সৌদি আরব ৪৭.৮% ২৩.৯% ১৭% ৪% ৪% ২% ১% ০.৩%

আরও পড়ুন: মশা আপনাকে কেন বেছে বেছে কামড়ায় ? পড়লে আশ্চার্য হবেন

Check Also

এইচএসসি রেজাল্ট ২০২০

এইচএসসি রেজাল্ট ২০২০ – ২৮ জানুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে

এইচএসসি রেজাল্ট ২০২০ – এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২০ – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *