সবার খবর, স্পোর্টস ডেস্ক: জীবন কিভাবে পাল্টে যেতে পারে IPL নিলাম দেখলে সহজেই অনুধাবন করতে পারা যায়। আফগান ক্রিকেটার রাশিদ খান ৯ কোটিতে বিক্রি হওয়ার পর হয়তো কেউ ভাবেননি আর এক আফগান ক্রিকেটার IPL নিলাম থেকে ৪ কোটি টাকা দাম পাবে! ১৭ বছর বয়সি স্পিনার মুজিব জাদরানকে কিনে নিলো প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। যে প্লেয়ারটির দাম শুরু হয়েছিলো ৫০ লক্ষ টাকা থেকে। দিল্লি এবং পাঞ্জাবের মাঝে জোর টক্কর চলে দলে নেওয়ার জন্য মুজিব জাদরানকে। কিংস ইলেভেন পাঞ্জাব এবার একটি শক্তিশালি টিম তৈরি করেছে।
পাঞ্জাবে আছে অশ্বিন(৭.৬ কোটি), ডেভিড মিলার(৩ কোটি), মায়াঙ্ক আগারওয়াল(১ কোটি), মার্কাস স্টয়নিস(৬.২ কোটি), অ্যারন ফিঞ্চ(৬.২ কোটি), লোকেশ রাহুল(১১ কোটি), যুবরাজ সিং(২ কোটি), করুণ নায়ার(৫.৬ কোটি), অক্ষর প্যাটেল(৬.৭৫ কোটি)।
আরও পড়ুন: IPL অকশানে স্পিনারদের জাদু । অবাক করলেন রাশিদ খান
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …