সবার খবর, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন। সে কারণেই এশিয়া কাপের ফাইনালে তাকে বাংলাদেশ দলের হয়ে ব্যাট বা বল করতে দেখা যায়নি। টিম ম্যানেজমেন্ট জানাই সাকিব আল হাসানের ম্যাচ খেলতে গিয়ে চোট লাগে হাতে। তারপরেও ভক্তরা অপেক্ষায় ছিলেন হয়তো বা সাকিব আল হাসান ফাইনাল ম্যাচে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন। কিন্তু তা আর হয়নি। হাসপাতালের বেডে শুয়ে সাকিব আল হাসান ইনস্টাগ্রাম একাউন্টে নিজের ছবি পোস্ট করেন এবং তার ইঞ্জুরি যে খুবই মারাত্মক সে সম্পর্কে মোটামুটি একটা পরিষ্কার ধারণা দেন ভক্তদের।
বাংলাদেশের মানুষের ক্রিকেট ভালোবাসা যে সাকিবকে দেখেই। বাংলাদেশিদের রোল মডেল যে সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের কথা আসলেই শাকিবের কথা আসবেই।
তিনি বাংলাদেশের হয়ে 53 টি টেস্ট ম্যাচ খেলেন। 39.7 গড়ে মোট 5941 রান করেন। এই রান করতে গিয়ে তিনি পাঁচটি শতরানের ইনিংস খেলেন। তার সর্বোচ্চ রান 217। তাছাড়াও বল হাতে 196 টি উইকেট তুলে নেন বিপক্ষ দলের।
সাকিব আল হাসান 192 ওয়ানডে ম্যাচের 181 ইনিংসে মোট 5 হাজার 482 রান করেন। গড় 34.92। ওয়ানডেতে তিনি সাতটি শতরানের ইনিংস খেলেছেন। বল হাতেও সফল এ বাংলাদেশি বেস্ট অলরাউন্ডার। তিনি ওয়ানডেতে মোট 244 উইকেট পান।
তিনি ইনস্টাগ্রাম একাউন্টে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
আরও পড়ুন: এশিয়া কাপের পরেই সকলকে অবাক করে এই প্রতিভাবান ক্রিকেটার অবসর নিলেন