Home / খেলার খবর / আইপিএল খবর : আজকের ম্যাচের ভাগ্য সুনীল নারিণ ও টসের ওপর

আইপিএল খবর : আজকের ম্যাচের ভাগ্য সুনীল নারিণ ও টসের ওপর

সবার খবর, স্পোর্টস ডেস্ক: আজকে কি আমরা সুনীল নারিণ ঝড় দেখতে পাবো? এভেবে প্রহর গুনছে কেকেআরের সমর্থকরা। চেন্নাই ও কোলকাতা দুটি টিম দুর্দান্ত শুরু করেছে আইপিএল ২০১৮। চেন্নাই-এ ধোনী, ব্রাভো থাকলে কোলকাতার আছে কার্তিক, সুনীল নারিণ। আজ রাত ৮ টার সময় এমএ চিদাম্বরম স্টেডিয়াম চেন্নাই-এ খেলা শুরু হবে। আজ যদিও চাপে থাকবে কার্তিক কিন্তু এ্যাডভান্টেজ সুনীল নারিণ। এই একটি প্লেয়ার কোলকাতার জয়ের রাস্তা মসৃণ করে দিতে পারে।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামের IPL পরিসংখ্যান:
মোট ম্যাচ-৪৮
প্রথম ব্যাটিং করে জয়-৩০
প্রথম বোলিং করে জয়-১৭
গড় প্রথম ইনিংস স্কোর-১৬৬
গড় দ্বিতীয় ইনিংস স্কোর-১৫১
সর্বোচ্চ দলীয় রান-২৪৬/৫(CSK vs RR)
সর্বনিম্ন দলীয় রান-১১২/১০(CSK vs MI)
ডুয়েন ব্রাভো
টিম নিউজ: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কেদার যাদব আজ খেলবেন না। ডুপ্লে সিসকে এই ম্যাচেও মাঠের বাইরে বসে কাটাতে হবে। মুরলি বিজয় কাম ব্যাক করতে চলেছে।
কোলকাতা নাইটরাইডার্সের সম্ভব্য একাদশ: ক্রিশ লিন, সুনীল নারিণ, রোবিন উথাপ্পা, নিতিশ রানা, ডিনেশ কার্তিক, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, পিয়ুস চাওলা, মিচেল জনসন, কুলদীপ যাদব, বিনয় কুমার।
চেন্নাই সুপার কিংসের সম্ভব্য একাদশ: মুরলি বিজয়, শেন ওয়াটসন, সুরেশ রায়না, আম্বতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনী, রাবীন্দ্র জাদেজা, ডুয়েন ব্রাভো, দীপক চাহার, হারভাজন সিং, মার্ক উড/লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।
যারা ম্যাচে মুখ্য ভুমিকা রাখতে পারে:
১. দিনেশ কার্তিক
২. সুনীল নারিণ
৩. রোবিন উথাপ্পা
৪. সুরেশ রায়না
৫. ডুয়েন ব্রাভো
৬. এমএস ধোনী
আজকের চেন্নাইয়ের ভাগ্য নির্ভর করবে ব্রাভো ও রায়নার ওপর। অপরদিকে কোলকাতার ভাগ্য নির্ভর করবে নারিণ, কার্তিক ও রবিন উথাপ্পার ওপর। বিশেষজ্ঞরা কোলকাতাকে এগিয়ে রাখলেও টস একটা ভাইটাল রোল প্লে করবে আজকের ম্যাচে।
আরও দেখুন: বিরাট কোহলি শ্যুটিংয়ে ‘না’ দীপিকার সাথে। ক্ষতি ১১ কোটি

Check Also

Bangladesh VS New Zealand 2021

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের

Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *