সবার খবর, নিউজ ডেস্ক: হাসিন জাহান গত কয়েক সপ্তাহ যাবৎ লাইম লাইটে। সারা দেশের মিডিয়া এখন হাসিন জাহানের সমস্ত এ্যালিগেশানের চুলচেরা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত। হাসিন জাহান অভিযোগ করেছেন, একাধিক মেয়ের সাথে সামির সম্পর্ক আছে এই বলে। আবার সাংবাদিক সম্মেলন করে ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ এনেছেন নিজের স্বামীর বিরুদ্ধে। লালবাজারে গিয়ে অভিযোগও দায়ের করেন মহাম্মদ সামির ওপর।
লালাবাজারে যাওয়ার সময় Network 18-এর সাংবাদিকের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই সাংবাদিকের ক্যামেরা ভেঙে যায়।
যদিও সামি সকল অভিযোগ নসাৎ করে বলেছেন, আমাদের বাচ্চার কথা ভেবে হাসিনের উচিৎ সকল ঝামেলা মিটমাট করে নেওয়া।
এমন অভিযোগের সামনে দাঁড়িয়ে সামির যেমন ক্রিকেট কেরিয়ারে কালোমেঘ ঘণিভূত হতে দেখা যাচ্ছে। তেমনই বিসিসিআই এহেন পরিস্থিতিতে কি করবে ঠিক করে উঠতে পারেনি এখনও। শেষ অবধি সামিকে বি-গ্রেড সকল চুক্তি থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গেছে প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের কাছ থেকে। তবে এখন পর্যন্ত ঠিক হয়নি আগামী আইপিএল-য়ে সামিকে দিল্লির জার্সি গায়ে মাঠে দেখা যাবে কি না!
শেষ পর্যন্ত হাসিন জাহান ও মহাম্মদ সামির কাজিয়ার জল কতদূর গড়ায় সেদিকেই সকলের।
#EXCLUSIVE — Indian cricketer Mohammad Shami's wife, Hasin Jahan, loses cool, attacks Network18 crew. The journalists were trying to get her reaction on the ongoing controversy between her and @MdShami11 pic.twitter.com/CKhJ7YkIlI
— News18 (@CNNnews18) March 13, 2018
আরও দেখুন: IPL অকশানে স্পিনারদের জাদু । অবাক করলেন রাশিদ খান