সবার খবর, স্পোর্টস ডেস্ক: ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী । ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি আছে। আর বিশ্বকাপের আগে এশিয়ার সব চাইতে বড়ো আসর এশিয়া কাপ শুরু হবে সামনে মাসেই। এমতবস্থায় সকল দল তাদের নিজেস্ব পরিকল্পনায় শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। ভারত এখন ইংল্যান্ড সফরে ব্যাস্ত। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের ঠাঁসা ক্রিকেট সূচি অপেক্ষা করছে সামনে মাস থেকেই। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে ম্যাচ শেষ হতে না হতেই দেশের মাটিতে খেলতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে।
২০১৯ বিশ্বকাপ যৌথভাবে ওয়েলস ও ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। ৩০ মে প্রথম ম্যাচ আয়োজক দেশ ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে ভারতীয় দল প্রথম ম্যাচ ৫ মে আফ্রিকার সাথে। যদিও বিশ্বকাপে আফ্রিকার এটি তৃতীয় ম্যাচ।
অপরদিকে বাংলাদেশের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী নিম্নে দেওয়া হল
বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ জুন। ১৪ জুলাই লর্ডসের ময়দানে ফাইনাল খেলা হবে।
গ্রুপ স্টেজে রাউন্ড-রবিন লিগ ফরম্যাটে খেলা হবে। অর্থাৎ প্রত্যেকটি দেশ একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ স্টেজে একটি দলকে খেলতে হবে ন’টি ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সরাসরি সেমিফাইনাল খেলবে। এই পদ্ধতি মেনে খেলা হয়েছিল ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপে মাত্র দশটি দল অংশ গ্রহন করবে। জিম্বাবুয়ে বাদে প্রায় সকল টেস্ট প্লেয়িং দল বিশ্বকাপ খেলবে। গ্রুপ স্টেজের ম্যাচ শেষ হবে ৬ জুলাই।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী
তারিখ | খেলা | স্থান |
---|---|---|
৩০ মে,বৃহস্পতিবার | ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | ওভাল, লন্ডন |
৩১ মে, শুক্রবার | ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান | ট্রেন্টব্রীজ, নটিংহাম |
১ জুন, শনিবার | নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা | কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম, কার্ডিফ |
১ জুন, শনিবার | আফগানিস্তান বনাম অ্স্ট্রেলিয়া | ব্রিস্টল কাউন্ট্রি গ্রাউন্ড, ব্রিস্টল |
২ জুন, রবিবার | দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ | ওভাল, লন্ডন |
৩ জুন, সোমবার | ইংল্যান্ড বনাম পাকিস্তান | ট্রেন্টব্রীজ নটিংহ্যাম |
৪ জুন, মঙ্গলবার | আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা | কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম, কার্ডিফ |
৫ জুন, বুধবার | দক্ষিণ আফ্রিকা বনাম ভারত | হ্যামশায়ার বৌল, সাউথহ্যাম্পটন |
৫ জুন, বুধবার | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | ওভাল, লন্ডন |
৬ জুন, বৃহস্পতিবার | অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ | ট্রেন্টব্রীজ, নটিংহ্যাম |
৭ জুন, শুক্রবার | পাকিস্তান বনাম শ্রীলঙ্কা | ব্রিস্টল কাউন্ট্রি গ্রাউন্ড, ব্রিস্টল |
৮ জুন, শনিবার | ইংল্যান্ড বনাম বাংলাদেশ | কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম, কার্ডিফ |
৮ জুন, শনিবার | আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড | কাউন্ট্রি গ্রাউন্ড, টউনটন |
৯ জুন, রবিবার | ভারত বনাম অস্ট্রেলিয়া | ওভাল, লন্ডন |
১০ জুন, সোমবার | দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ | হ্যামশায়ার বৌল, সাউথহ্যাম্পটন |
১১ জুন, মঙ্গলবার | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ব্রিস্টল কাউন্ট্রি গ্রাউন্ড, ব্রিস্টল |
১২ জুন, বুধবার | অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান | কাউন্ট্রি গ্রাউন্ড, টউনটন |
১৩ জুন, বৃহস্পতিবার | ভারত বনাম নিউজিল্যান্ড | ট্রেন্টব্রীজ, নটিংহ্যাম |
১৪ জুন, শুক্রবার | ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ | হ্যামশায়ার বৌল, সাউথহ্যাম্পটন |
১৫ জুন, শনিবার | শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া | ওভাল, লন্ডন |
১৫ জুন, রবিবার | দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান | কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম, কার্ডিফ |
১৬ জুন, রবিবার | ভারত বনাম পাকিস্তান | ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেষ্টার |
১৭ জুন, সোমবার | ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ | কাউন্ট্রি গ্রাউন্ড, টউনটন |
১৮ জুন, মঙ্গলবার | ইংল্যান্ড বনাম আফগানিস্তান | ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেষ্টার |
১৯ জুন, বুধবার | নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | এজবাস্টন, বার্মিংহাম |
২০ জুন, বৃহস্পতিবার | অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ | ট্রেন্টব্রীজ, নটিংহ্যাম |
২১ জুন, শুক্রবার | ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা | হেডিংলি, লীড্স |
২২ জুন, শনিবার | ভারত বনাম আফগানিস্তান | হ্যামশায়ার বৌল, সাউথহ্যাম্পটন |
২২ জুন, শনিবার | ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড | ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেষ্টার |
২৩ জুন, রবিবার | পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা | লর্ডস, লন্ডন |
২৪ জুন, সোমবার | বাংলাদেশ বনাম আফগানিস্তান | হ্যামশায়ার বৌল, সাউথহ্যাম্পটন |
২৫ জুন, মঙ্গলবার | ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | লর্ডস, লন্ডন |
২৬ জুন, বুধবার | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | এজবাস্টন, বার্মিংহাম |
২৭ জুন, বৃহস্পতিবার | ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত | ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেষ্টার |
২৮ জুন, শুক্রবার | শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা | রিভারসাইড, ডারহাম |
২৯ জুন, শনিবার | পাকিস্তান বনাম আফগানিস্তান | হেডিংলি লীড্স |
২৯ জুন, শনিবার | নিউজিল্যান্ড বনাম অ্স্ট্রেলিয়া | লর্ডস, লন্ডন |
৩০ জুন, রবিবার | ইংল্যান্ড বনাম ভারত | এজবাস্টন, বার্মিংহাম |
১ জুলাই, সোমবার | শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ | রিভারসাইড, ডারহাম |
২ জুলাই, মঙ্গলবার | বাংলাদেশ বনাম ভারত | এজবাস্টন, বার্মিংহাম |
৩ জুলাই, বুধবার | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | রিভারসাইড, ডারহাম |
৪ জুলাই, বৃহস্পতিবার | আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ | হেডিংলি, লীডস |
৫ জুলাই, শুক্রবার | পাকিস্তান বনাম বাংলাদেশ | লর্ডস, লন্ডন |
৬ জুলাই, শনিবার | শ্রীলঙ্কা বনাম ভারত | হেডিংলি, লীডস |
৬ জুলাই, শনিবার | অ্স্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা | ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেষ্টার |
৯ জুলাই, মঙ্গলবার | সেমিফাইনাল(১ বনাম ৪) | ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেষ্টার |
১০ জুলাই, বুধবার | রিজার্ভ ডে | |
১১ জুলাই, বৃহস্পতিবার | সেমিফাইনাল(২ বনাম ৩) | এজবাস্টন, বার্মিংহাম |
১২ জুলাই, শুক্রবার | রিজার্ভ ডে | |
১৪ জুলাই, রবিবার | ফাইনাল | লর্ডস, লন্ডন |
১৫ জুলাই, সোমবার | রিজার্ভ ডে | লর্ডস,লন্ডন |
যদি ভারতীয় ক্রিকেট দল ভালো পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকতে পারে তবে অবশ্যই বিশ্বকাপ জেতার দৌড় গোড়ায় পৌছে যাবে একথা নিশ্চিত ভাবে বলা যায়। বিরাটের সামনে বড়ো চ্যালেঞ্জ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। কারণ সমগ্র দেশ চেঁয়ে থাকবে ভারতীয় ক্রিকেট দলের দিকে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী শেয়ার করে আপনার টাইম লাইনে রাখুন।
আরও পড়ুন: পরবর্তী ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার প্রবল দাবিদার এই চারজন।