কি ফোনটির দাম শুনে অবাক হয়ে গেলেনতো । সত্যি এই দুর্দান্ত ফিচারস সহ ফোনটি বাজারে নিয়ে আসছে প্যানাসনিক । এবার মনে হচ্ছে রেডমি কে টক্কর দিবে । কারণ দামের বিচারে রেডমি সবার আগে ছিলো । অল্প দামের সাথে ছিলো অনেক ফিচারস যা ভারতের গ্রাহকদের মনকে খুবি আকৃষ্ট করেছিলো । প্যানাসনিক এই ফোনের নাম দিয়েছে Eluga I9 । এই ফোনটি শুক্রবার থেকে ফিলিপকার্ট-এ পাওয়া যাবে । এই হ্যান্ডসেটটির সাথে প্রতিদ্বন্দিতায় আছে রেডমি ৫এ,নোকিয়া ২,আর মোটো সি প্লাস ।
এই ফোনটিতে আছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, এন্ড্রয়েড ৭.০ , ১.২GHz কোয়াডকোর মিডিয়াটেক MT6737 প্রসেসার, ৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব । ফোনের ক্যামেরার কথা বলতে গেলে 13MP পিছনের ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা । পিছনের ক্যামেরার সাথে আছে LED ফ্ল্যাশ লাইট । এছাড়াও ফোনটিতে আছে ২৫০০ মেগা এ্যাম্পিয়ারের ব্যাটারি, 4G VoLTE, Wi-Fi, মাইক্রো USB, এছাড়াও অনেক কিছু । Eluga I9-এর দাম ৭৯৯৯ টাকা ।
আরও পড়ুন: বাইকটির গতিবেগ শুনলে চমকে যাবেন, ট্রেনকেও যে হার মানায়
Check Also
পৃথিবীতে সব চাইতে বেশি বিক্রি হওয়া ছয়টি মোবাইল কম্পানির নাম
সবার খবর, টেক ডেস্ক: মোবাইল ফোন শুধু ফোন নয়; এখন স্মার্ট ফোন হয়ে গেছে। মোবাইল …