Breaking News
Home / খেলার খবর / আফগান ক্রিকেটার রাশিদ খান ইতিহাস গড়লেন

আফগান ক্রিকেটার রাশিদ খান ইতিহাস গড়লেন

প্রথম আফগান ক্রিকেটার রাশিদ খান অস্ট্রেলিয়ার BBL বা বিগ ব্যাশ লিগ খেলে ইতিহাস গড়লেন । শুধু কি তাই, অ্যাডিলেড স্ট্রাইকার্‌স-এর হয়ে প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হলেন এই ডানহাতি লেগ স্পিনার ।
‘এটি একটি বড়ো ঘটনা ছিলো আফগান ক্রিকেটের তো বটেই সমগ্র আফগানস্তানের জন্যেও’ বললেন এই লেগ স্পিনার ।
রাশিদের বোলিংয়ের সুবাদে অ্যাডিলেড স্ট্রাইকার্‌স প্রতিপক্ষ সিডনি থানডার কে ৫৩ রানে পরাজিত করে ।
এই ম্যাচে রশিদ চার ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেয় । তিনি র্যা য়ান গিবসন এবং বেন রোহরারকে প্যাভিলিয়নে অল্প সময়ের ভেতর ফেরত পাঠান ।
আরও পড়ুন: এই স্টার ফুটবলার অবসর নিচ্ছেন

Check Also

জাতীয় ক্রিকেট দলের কোচ

আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত! ওই টাকা দেওয়া হবে নিহত সিরিপিএফ জওয়ানদের পরিবারের হাতে

সবার খবর, ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক সভাপতি বিনোদ রায় জানিয়েছেন, এবছরের আইপিএল উদ্বোধনী …