প্রথম আফগান ক্রিকেটার রাশিদ খান অস্ট্রেলিয়ার BBL বা বিগ ব্যাশ লিগ খেলে ইতিহাস গড়লেন । শুধু কি তাই, অ্যাডিলেড স্ট্রাইকার্স-এর হয়ে প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হলেন এই ডানহাতি লেগ স্পিনার ।
‘এটি একটি বড়ো ঘটনা ছিলো আফগান ক্রিকেটের তো বটেই সমগ্র আফগানস্তানের জন্যেও’ বললেন এই লেগ স্পিনার ।
রাশিদের বোলিংয়ের সুবাদে অ্যাডিলেড স্ট্রাইকার্স প্রতিপক্ষ সিডনি থানডার কে ৫৩ রানে পরাজিত করে ।
এই ম্যাচে রশিদ চার ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেয় । তিনি র্যা য়ান গিবসন এবং বেন রোহরারকে প্যাভিলিয়নে অল্প সময়ের ভেতর ফেরত পাঠান ।
আরও পড়ুন: এই স্টার ফুটবলার অবসর নিচ্ছেন
Tags আফগান ক্রিকেটার রাশিদ আফগান ক্রিকেটার রাশিদ খান ইতিহাস গড়লেন লেগ স্পিনার রাশিদ
Check Also
বিরাট কোহলিদের হারের কারণে ছাটাই হতে পারেন শচীন, সৌরভ, লক্ষণ
সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পরাজিত হওয়ার পরে দলের কোচিং স্টাফদের নিয়ে …
No comments
Pingback: এই অভিনেতাকে বিয়ে করতে চান সানিয়া মির্জা – Sobar Khobor
Pingback: দক্ষিন আফ্রিকাতে পা রেখেই সামির গর্জন – Sobar Khobor
Pingback: ছয় ম্যাচে ১০৬৪ রান করে রেকর্ডের পথে এই ভারতীয় – Sobar Khobor
Pingback: ছাব্বিশ বলে সেঞ্চুরি করে গড়লেন ইতিহাস – Sobar Khobor