সবার খবর, ডিজিট্যাল ডেস্ক: পৃথিবীতে অনেক ধরনের প্রাণী বাস করে। প্রত্যেকের গঠন ও আকার ভিন্ন ভিন্ন।

১. লাইলা মজনু কাঁচি

২. এই ভাই এতো পড়াশুনা করেছেন যে দেহ ফাড়লে নোট বেরোবে।

৩. ঠান্ডা থেকে বাঁচতে রাস্তার ভেতরে ঢুকে গেছে।

8. স্বর্গতে যাওয়ার রাস্তা পেয়ে গেছে এই বান্দা।

৫. দেখে মনে হচ্ছে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে বোর হয়ে গেছে। তাই মনের আনন্দে এবার ঝাঁপ দিচ্ছে।

৬. ইনি তার স্ত্রীকে ভেজাচ্ছেন নিজেকে বাঁচাতে।

৭. সত্যিই যদি এমন হত পৃথিবী সবুজাভ হয়ে যেত।

৮. এই মানুষটি নিজের হাত ছেড়ে দিলে কি হবে ভাবুন।

৯. ইনি বেশিই ওজনদারী হয়ে গেছেন।

১০. এমন কি বলেছে যে রিসিভারের জিভ বাইরে বেরিয়ে গেছে?
আরও পড়ুন: এই ২০টি দেশে বেড়াতে গেলে কোনো ভিসা লাগবেনা
Tags অকল্পনীয় ছবি ছবি মজার ছবি
Check Also
পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও দামি বাড়ি : চোখ জুড়িয়ে যাবে
সবার খবর, ওয়েব ডেস্ক: প্রত্যেকে স্বপ্ন দেখে যে তাদের নিজস্ব একটি বাড়ি থাকবে। এই স্বপ্ন …
সবার খবর সব সময় বাংলা খবর