Home / খেলার খবর / অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর

অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর

Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে তা যে পুরোপুরি নিশ্চিত তা কিন্তু নয়। কেননা বাংলাদেশ মুখিয়ে আছে শ্রীলঙ্কা সরকারের স্বাস্থ্যনির্দেশিকার জন্য। বিসিবি পরিচালনা বিভাগের এক সভায় আকরাম খান জানান, কোয়ারেন্টাইন শর্ত শিথিল করা হলেই কেবল বিসিবি শ্রীলঙ্কায় দল পাঠাবে।

বাংলাদেশ দলের সফরটি জুলাই-আগস্টে হওয়ার কথা থাকলেও, করোনা ভাইরাস এর কারণে তা পিছিয়ে যায়। দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে তিন টেস্টের সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় থাকে সুবিধাজনক সময়ের জন্য। কিন্তু সেটি পেলেও পাওয়া যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পর।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চায়, অক্টোবর-নভেম্বর মাসে বাংলাদেশ এর সাথে সিরিজ খেলতে। বিসিবি ও এর সাথে একমত। কিন্তু বাধা হয়ে দাড়াঁয় জুড়ে দেওয়া কোয়ারেন্টাইন শর্ত। কারণ করোনা কালে সিরিজ আয়োজন শুধু দুই দেশের ক্রিকেট বোর্ডের ব্যপার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সংশ্লিষ্ট দেশের সরকার এবং স্বাস্থ্য বিভাগ।

আরো পড়ুনঃ টাইগারদের শ্রীলঙ্কা সফর পিছিয়ে ১০ অক্টোবর হওয়ার সম্ভাবনা

Check Also

Bangladesh VS New Zealand 2021

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের

Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …