সবার খবর, ওয়েব ডেস্ক: পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে ভারতীয় জনগণ ও সারাদেশ দুশ্চিন্তায় দিনযাপন করছেন। এমনকি সরকারও পেট্রোলের দামের উপর কোনও রকম নিয়ন্ত্রণ আনতে পারছেন না বলে অনেকেই মনে করছেন। এমন অবস্থায় সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরণের দামের পার্থক্য লক্ষ করা যাচ্ছে। আসলে পেট্রোলের দামের এতো হের ফের কেন, তা নিয়ে অনেক ভারতীয় জনগণ-ই প্রশ্ন তুলছেন। পৃথিবীর যেসব দেশ সাধারণত তেলের দাম নিয়ন্ত্রণ করে থাকে, তাদের দেশে পেট্রোলের দাম অনেক কম হবে, এটাই স্বাভাবিক ঘটনা হওয়ার কথা। অথবা যে-সব দেশ তেল উৎপাদন করে সেই সব দেশে তেলের দাম সাধারণত কম হয়। মধ্যিখান থেকে ভারতের মতন কিছু উন্নয়নশীল দেশ বিপদের মুখে পতিত হয়ে আছে অশোধিত তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে। আবার লক্ষণীয়ভাবে কিছু কিছু গরীব দেশে পেট্রোল অনেক অনেক সস্তা, উন্নত ও উন্নয়নশীল দেশগুলির তুলনায়।
দিল্লিতে বর্তমানে লিটার পিছু পেট্রোল পাওয়া যাচ্ছে ৮২.৬৬ টাকায়। আবার কিছু ইউরোপীয় দেশে লিটার পিছু ১৩০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল। ভারতীয় মুদ্রার মান ডলারের তুলনায় প্রতি নিয়ত হ্রাস পাচ্ছে। এর ফলে পেট্রোলের দাম অনেকটাই বেড়ে গেছে ভারতীয় বাজারে। কিছু দেশের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে, সেইসব দেশগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৫০ টাকার কমে বিক্রি হচ্ছে। আজ আপনারা ১০০ টি দেশের তালিকা দেখতে পাবেন, যে দেশগুলিতে ২১ মার্চ ২০১৮-এর আগে পর্যন্ত পেট্রোলের দাম কী ছিল। চলুন দেরি না করে দেখে নিই ভারতীয় বাজারের তুলনায় অন্যান্য দেশে পেট্রোলের লিটার প্রতি দাম কত?
আরও পড়ুন: ডঃ মনমোহন সিংয়ের অনুপস্থিতি টের পাচ্ছে দেশ: রাজ ঠাকরে
Check Also
মাহেন্দ্র সিং ধোনির ৫ বছরের কন্যাকে ধর্ষনের হুমকি!
মাহেন্দ্র সিং ধোনি এর মেয়েকে ধর্ষনের হুমকি – এবার ধর্ষনের হুমকি পেলো মাহেন্দ্র সিং ধোনির …