Breaking News
Home / শরীর স্বাস্থ্য / পিরিয়ডের সময় জমাট বেঁধে রক্ত বেরনো কি অসুখ?

পিরিয়ডের সময় জমাট বেঁধে রক্ত বেরনো কি অসুখ?

সবার খবর, হেলথ ডেস্ক: পিরিয়ডের সময় জমাট বেঁধে রক্ত বেরনো কি অসুখ? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। পিরিয়ড মহিলাদের অত্যন্ত কষ্টকর সময়। যে সময়গুলিতে মহিলারা দুর্বল হয়ে পড়ে। যদিও এটি একটি প্রাকৃতিক ও স্বাভাবিক ঘটনা। মহিলাদের এ সমস্যার সম্মুখীন হতে হয় প্রতি মাসেই। পিরিয়ডের সময় অনেক মহিলাই রক্ত প্রবাহের দিকে বিশেষ নজর দেন না। কিন্তু এটা উচিত। ঐ বিশেষ মুহুর্তের সময় রক্ত প্রবাহের দিকে লক্ষ্য রাখা উচিত। রক্ত প্রবাহ যদি কম বা বেশি হয়, তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা দরকার।
রক্ত দলা হয়ে বেরনো স্বাভাবিক প্রক্রিয়া। এই রক্তের দলা বা চাকা কম বেশি হতে পারে। বেশি হলে তল পেটের দিকে ব্যথা বেশি হয়। কিন্তু কম হলে শরীর থেকে রক্ত সহজেই বেরিয়ে যায়। এখন প্রশ্ন হলো রক্ত জমাট বাঁধে কেন?
ভিটামিন-K এবং ফাইব্রিনোজেন রক্তে উপস্থিত থাকার জন্য রক্ত জমাট বাঁধে। এক্ষেত্রে সকলের মনে রাখা উচিত, রক্ত যদি জমাট না বাঁধতো তাহলে আরো রক্ত ক্ষরণ হতো।
আরও পড়ুন: মাসিক বন্ধ না হলে করনীয় | মাসে দুই বার মাসিক হওয়ার কারন কি?

Check Also

স্বপ্নদোষের উপকারিতা

স্বপ্নদোষ যেভাবে আপনার মনকে চাপমুক্ত রাখে

সবার খবর, হেল্থ ডেস্ক: ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল ২০০৭ সালে স্বপ্নদোষ নিয়ে একটি গবেষণা চালায়। এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *