সবার খবর, স্পোর্টস ডেস্ক: কোলকাতা নাইট রাইডার্স আজ মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের দশম ম্যাচে। খেলাটি অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনস, কোলকাতাতে। আজকের খেলা মূলত ব্যাটিং এবং বোলিংয়ের যুদ্ধ। ম্যাচটি কোলকাতার কাছে মোটেও সহজ হবে না। সানরাইজার্স হায়দ্রাবাদকে আইপিএল ২০১৮ সেরা টিম হিসেবে ধরা হচ্ছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের আইপিএল পরিসংখ্যান:
মোট ম্যাচ-৬২
প্রথম ব্যাটিং করে জয়-২৩
প্রথম বোলিং করে জয়-৩৯
গড় প্রথম ইনিংস স্কোর-১৫৪
গড় দ্বিতীয় ইনিংস স্কোর-১৪৩
সর্বোচ্চ দলীয় রান- ২০৪/৩ (১৮.২ Ov) KXIP Vs KKR
সর্বনিম্ন দলীয় রান-৪৯/১০(৯.৪ Ov) RCB Vs KKR
টিম: মিচেল জনসন এই ম্যাচে কাম ব্যাক করতে চলেছে। ভুবেনেশ্বর কুমারের জায়গায় সম্ভাবত সানদীপ শর্মা আজও খেলতে পারেন।
কোলকাতা নাইটরাইডার্সের সম্ভব্য একাদশ: ক্রিশ লিন, সুনীল নারিণ, রোবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, পিয়ুস চাওলা, মিচেল জনসন/ টম কুরান, কুলদীপ যাদব, বিনয় কুমার/ শিভম মাভি।
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভব্য একাদশ: ঋদ্ধিমান সাহা, শেখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডে, দিপক হুডা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, রাশিদ খান, ভুবেনশ্বর কুমার, বিলি স্টানলেক, সিদ্ধার্থ কোল।
যারা ম্যাচে মুখ্য ভুমিকা রাখতে পারে:
১. দিনেশ কার্তিক
২. রবিন উথাপ্পা
৩. সুনিল নারিণ
৪. শেখর ধাওয়ান
৫. আন্দ্রে রাশেল
৬. কেন উইলিয়ামসন
হায়দ্রাবাদ ও কোলকাতার আইপিএল ইতিহাস:
মোট ম্যাচ-১২
কোলকাতার জয়-৮
হায়দ্রাবাদের জয়-৪
হায়দ্রাবাদ ও কোলকাতার আইপিএল ইতিহাস রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে:
মোট ম্যাচ-৫
কোলকাতার জয়-৫
হায়দ্রাবাদের জয়-০
যতই সানরাইজার্স হায়দ্রাবাদ ভালো খেলুক না কেন। আইপিএলে কোলকাতার বিরুদ্ধে কোলকাতার মাটিতে জয় নেই।
আরও পড়ুন: নারিণের বিশ্বরেকর্ডের সামনে ম্লান দেখালো ব্যাঙ্গালরকে