Home / বিবিধ / লিপস্টিকের উপকারিতা : লিপস্টিক আপনার মনকে কিভাবে সতেজ রাখে

লিপস্টিকের উপকারিতা : লিপস্টিক আপনার মনকে কিভাবে সতেজ রাখে

সবার খবর, ওয়েব ডেস্ক: বাংলায় একটা প্রবাদ আছে, সৌন্দর্য যেখানে চোখ যায় সেখানে। আর এই সৌন্দর্যকে আকর্ষণীয় করে তোলার জন্যে কি না করতে হয় মেয়েদের। যেকোনো অকেশন বা ঝটিকা সফরে যাওয়ার আগে একটি দৃষ্টি আকর্ষক লুক মনে মনে চান মেয়েরা। সাইকোলজিস্টরা বলছেন সাজগোজ মেয়েদের মনকে অনেক অনেক প্রফুল্ল রাখে। আর মন প্রফুল্ল থাকলে মস্তিষ্কে হ্যাপি হরমোন(Endorphins) ক্ষরণ বেড়ে যায়। আগামী দিনগুলিও অনেক অনেক সুন্দর হয়ে যায় তাতে।
লিপস্টিকের উপকারিতা
বাংলায় খুব প্রচলিত একটি কথা আছে চোখ দিয়ে যায় চেনা। তেমনই চোখের পাশাপাশি নারীর সৌন্দর্যের আরেকটি মাপকাঠি হলো ঠোঁট। আবার কবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে অনেকেই বলেন, ‘তোমার ঐ ঠোঁটে ভেতর লুকিয়ে আছে/আমার ক্ষয়ে যাওয়া জন্মের ঋণ’। নারীর এই ঠোঁট নারীকে সৌন্দর্য প্রদান করে থাকে অকৃপনভাবে।
তাই নারীরা ঘর থেকে বেরোনোর আগে ঠোঁটে লিপস্টিক লাগাতে ভোলেন না। কারণ আগেই ইঙ্গিত পেয়েছেন, নারীর মনে কি বইছে তা বলে দিতে পারে তার ঠোঁটের লিপস্টিক। আপনি যদি সুদক্ষ পড়ুয়া হন তাহলে তা ধরতে আপনার কষ্ট হওয়ার কথা নয়।
লিপস্টিক
লিপস্টিকের মধ্যে থাকে অ্যালোভেরা। যা আপনার ঠোঁটকে নরম ও আকর্ষনীয় করে। তেমনই সূর্যালোকের তীব্র আঘাত থেকেও রক্ষা করে ঠোঁটকে। আবার ঠোঁটের গভীর থেকে জেল্লা বের করে নিয়ে আসে। অনেকেই আবার লিপস্টিকের নির্দিষ্ট পছন্দের কালার থাকে। একই কালার ব্যবহার না করে, ত্বক, আপনার সাজ ও মুখের সঙ্গে সামঞ্জস্য রেখে মানানসই লিপস্টিক পরুন। দেখবেন আপনাকে যেমন আরো বেশি সুন্দর দেখাবে, তেমনই এই রঙ বদল আপনার মনকে পরিবর্তন করবে নানানভাবে। ঠোঁটের ওই ছোট্ট রং-ই কি আপনার শরীরের মধ্যে থেকে সৌন্দর্য কে কিভাবে সমৃদ্ধ করে তুলবে তা আপনি টেরই পাবেন না। তবে সব সময় লিপস্টিক ব্যবহারের আগে এক্সপায়ার ডেট দেখে নেবেন। আর চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করতে। কারণ নিচু মানের লিপস্টিকের অনেক সময় ক্ষতিকারক পদার্থ ঠোঁটের ক্ষতি করতে পারে।
আরও পড়ুন: অ্যালোভেরা ও কাঁচা দুধ আপনার ত্বককে কি করতে পারে জানেন?

Check Also

গরিব জেলাশাসক

ভাঙা ঘরে বাস! দুবেলা খাবার জুটতো না! সে আজ জেলাশাসক

সবার খবর, ওয়েব ডেস্ক:‘কষ্ট করলে কেষ্ট মেলে’ লোকমুখে প্রচলিত একটি বাক্য। কিন্তু কথাটি শতভাগ সত্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *