Breaking News
Home / খেলাধুলা / বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কিংস ইলেভেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কিংস ইলেভেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান

সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০১৮ শেষ হতে না হতেই কিংস ইলেভেন পাঞ্জাবের এক প্লেয়ারের বিয়ের ছবি শোস্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে। তিনি হচ্ছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়াল। মায়াঙ্ক তার প্রেমিকা অশিতা শূদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দুজনের এনগেজমেন্ট সম্পন্ন হয় এবছরের জানুয়ারি মাসেই।
মায়াঙ্ক
মায়াঙ্ক অশিতাকে খুব রোমান্টিক ভাবে প্রপোজ করেছিলেন বিয়ের জন্য। এই দুজনে প্রায় সাত বছর থেকে গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন।
কে এল রাহুল
প্রীতি জিন্টার দলের এই ব্যাটসম্যান নিউ ইয়ারের দিনকেই বেছে নিয়েছিলেন অশিতাকে বিয়ের প্রপোজ করার জন্য। তিনি হঠাৎ লন্ডনে পৌছে অশিতাকে সারপ্রাইজ দিয়েছিলেন। এবং তারপরই বিয়ের প্রপোজ করে বসলেন মায়াঙ্ক আগারওয়াল অশিতাকে। অশিতা না করতে পরেননি। ফলে নির্ধারিত দিনেই দুজনের বিয়ে সম্পন্ন হলো।
রাহুলের প্রিয় বন্ধু
কে এল রাহুল এবং মায়াঙ্ক ক্লোজ ফ্রেন্ড। রাহুল মায়াঙ্ক আগারওয়ালের বিয়ের ছবি শোস্যাল মিডিয়াতে প্রথম শেয়ার করেন। দুজনেই প্রীতি জিন্টার দলের হয়ে খেলেন।
Read More: আইপিএলের আকর্ষনীয় গাড়িটি কে উপহার পেলেন

Check Also

ভারতের ইংল্যান্ড সফর

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা: অনেক নতুন মুখ

সবার খবর, স্পোর্টস ডেস্ক: ভারত এবং ইংল্যান্ডের মাঝে ৩ জুলাই থেকে টুর্নামেন্ট শুরু হতে চলেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *